আল মামুন

আল মামুন

আল মামুন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামে ১৯৯১ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ আব্দুল মান্নান, মাতা আনোয়ারা বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি চতুর্থ। সরকারি বাংলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করেছেন। পেশাগত জীবনে তিনি কর্মরত আছেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। প্রকাশিত গ্রন্থসমূহ ডুবোপাহাড়ের শীতল হাত (কাব্যগ্রন্থ, ২০১৯) পরিত্যক্ত রানওয়ে (উপন্যাস, ২০২০) নক্ষত্রডোবা রাত (উপন্যাস, ২০২১) জীবন পোহানো মাঠ (কাব্যগ্রন্থ, ২০২২)

আল মামুন এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon